স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : রাজধানীর চন্দ্রপুর এলাকার কবরস্থান এবং শ্মশান পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। এলাকাবাসীর সাথে কথা বলে দ্রুত কাজে হাত লাগানোর আশ্বাস দেন তিনি। এলাকাবাসী দীর্ঘদিনের অভিযোগ শ্মশানটি পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব সহ নানা সমস্যার কারণে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এলাকার মানুষ শ্মশানটির মধ্যে দাহকার্য সম্পূর্ণ করতে পারে না। রবিবার সকালে শ্মশান ও কবরস্থানটি পরিদর্শন করে মেয়র সংবাদমাধ্যমকে জানান, চন্দ্রপুর সংলগ্ন শ্মশান এবং কবরস্থানটি সংস্কারের অভাবে পড়ে রয়েছে। জনপ্রতিনিধিরা এ বিষয়ে অবগত করার পর তিনি পরিদর্শনে এসে দেখেন, মানুষ এই শ্মশান ও কবরস্থান ব্যবহার করতে পারছে না। তাই এটি সংস্কারের প্রয়োজন রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে শ্মশানে যাতে দাহকার্য সম্পন্ন করার ব্যবস্থাপনা গড়ে তোলা যায় তার জন্য সংস্কার করা হবে। মেয়র আরো জানান, ২০১৮ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আগরতলা শহর সুন্দরভাবে সাজিয়ে তুলতে নিগম বদ্ধ পরিকর। এদিন মেয়রের সাথে ছিলেন এলাকার কাউন্সিলর সহ সমাজসেবী রাজীব ভট্টাচার্য।