স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : রবিবার আগরতলা টাউন হলে অসম এসোসিয়েশন অফ ত্রিপুরা আগরতলার উদ্যোগে বঙ্গালী বিহু উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তারপর মেয়র দীপক মজুমদার বক্তব্যের মধ্যে দিয়ে বিহু উদযাপনের ঐতিহ্য তুলে ধরে বলেন, প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংস্কৃতিক অনুগ্রামীরা। তিনি আরো বলেন, আসাম এবং ত্রিপুরা পাশাপাশি দুইটি রাজ্যের মধ্যে ভাতৃতবের বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে অসম এসোসিয়েশন অফ ত্রিপুরা। অসম এসোসিয়েশন অফ ত্রিপুরা ২০০১ সাল থেকে প্রতি বছর আগরতলাতে রঙ্গালি বিহু উৎসব পালন করে আসছে।