স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : সারা ভারত অবসরপ্রাপ্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক উন্নয়ন সমিতির ত্রিপুরা শাখার প্রথম ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবে এদিন সম্মেলনের উদ্বোধন করেন সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক গিরিজা শংকর মোহান্তি।
উপস্থিত ছিলেন সমিতির ত্রিপুরা শাখার সভাপতি বীরেন্দ্র ত্রিপুরা, সম্পাদক নারায়ণ পোদ্দার সহ অন্যান্যরা। এই আগে করা সম্ভব হয়নি নানান কারনে। সম্মেলনে সাংগঠনিক বিষয়ের পাশাপাশি অবসরপ্রাপ্তদের কি কি ধরনের সমস্যা হচ্ছে তাও তুলে ধরা হবে। সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান সমিতির ত্রিপুরা শাখার সম্পাদক নারায়ণ পোদ্দার।