স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : থানার নাকের ডগায় এসে জুয়া খেলার টিকিট বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি। ঘটনা রাজধানীর পূর্ব আগরতলা থানার অন্তর্গত মোটর স্ট্যান্ড শনিতলা এলাকায়।
এদিন পুলিশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে অভিযুক্ত পার্থ প্রতিম মজুমদারকে আটক করেছে। তার কাছ থেকে পুলিশ টিকিট বিক্রির ১১২০ টাকা আটক করেছে। মামলা হাতে নিয়ে তদন্ত করছে পুলিশ। কোথায় কিভাবে জুয়া খেলা হবে সে বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।