স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : দিন দুপুরে দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত হলো কদমতলা বাজার এলাকায়। জানা যায় বৃহস্পতিবার অনুমানিক ১২ টা ৩০ মিনিট নাগাদ কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থাকা কল্পনা লাইব্রেরী এন্ড ভ্যারাইটিজের দোকান মালিক সঞ্জয় কান্তি নাথ দোকান থেকে একটু দূরে জল আনতে যান। আনুমানিক ১০-১৫ মিনিট প্র দোকানে এসে দেখেন ক্যাশ বাক্স-র তালা ভাঙ্গা।
তিনি দেখেন ক্যাশ বাক্স থেকে চোর অনুমানিক ১৫-২০ হাজার টাকা সহ মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। ছুটে আসেন পার্শ্ববর্তী দোকানদার সহ কদমতলা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত করে মামলা নিয়েছে। প্রকাশ্য দিনের বেলায় চুরির ঘটনায় অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।