স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : এন সি সি-র উত্তর পূর্বাঞ্চলের এডিজি মেজর জেনারেল গগন দ্বীপ বুধবার। তিনি দুদিনের জন্য রাজ্য সফরে এসে প্রথমে এডি নগর স্থিত সেন্ট পলস স্কুলে যান। সেখানে গিয়ে স্কুলের ছাত্রছাত্রী এবং এনসিসি ক্যাডেটদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি জানান এটা প্রথম রাজ্য সফর।
রাজ্যের স্কুল ও কলেজের এন সি সি ক্যাডেটদের কঠোর শ্রম সম্পর্কে সন্তোষ ব্যক্ত করেন। এন সি সি-র ক্ষেত্রে শ্রেষ্ঠ রাজ্যের স্থান অর্জন করেছে ত্রিপুরা। স্কুল- কলেজের এন সি সি ক্যাডেট সহ শিক্ষক শিক্ষিকারা জাতীয়তাবাদের সঙ্গে দারুন ভাবে সংপৃক্ত হয়েছে। দেশের ভবিষ্যৎ রয়েছে যুবদের হাতে। সমস্ত কিছু তাদের শক্তিশালী করতে কাজ করছে। দেশ শক্তিশালী হলে যুবরা শক্তিশালী হবে বলে জানান তিনি। তাদের মধ্যে সেই যোগ্যতা রয়েছে। উত্তর পূর্বাঞ্চল শান্তিপূর্ণ এলাকা। তা বিগত কিছু বছর ধরে পরিলক্ষিত হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ঘটছে বলে জানান এন সি সি-র উত্তর পূর্বাঞ্চলের এডিজি মেজর জেনারেল গগন দ্বীপ। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।