স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : প্রতিটি ডিডিও-কে খুব সতর্ক ভাবে কাজ করতে হবে। সেলারি বিল তৈরিতে কিছু ডি ডি ও- র ভুল ত্রুটি তুলেও ধরে একথা বললেন অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব একিন চান সরকার।
বুধবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে হয় এক আলোচনা সভা। অর্থ দপ্তরের উদ্যোগে আলোচনা সভা হয় জি পি এফ, সিটোস, এইচ আর এম এস সম্পর্কিত বিষয়ে। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব একিন চান সরকার, শঙ্কর নারায়ণ দাস, শ্রীকান্ত চক্রবর্তী সহ অন্যরা। এদিনের আলোচনা সভায় অংশ নেন বিভিবন্ন দপ্তরের ডি ডিও ও আধিকারিকরা। বিভিন্ন বিষয় এদিন আলোচনায় উঠে আসে। মার্চ মাসে যে সেলারি বিল ডি ডি ও- রা তৈরি করেছেন এর মধ্যে প্রায় ৪০০ ভুল ছিল। যা কিনা অবিশ্বাস।প্রায় ৪০০ ভুল- ভ্রান্তি করেছেন বলে জানান অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব।