Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যচুরি যাওয়া বাইক সহ আটক ৩

চুরি যাওয়া বাইক সহ আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : এন সি সি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই নন্দননগর এলাকা থেকে চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ। পুলিশ বাইকের সাথে আটক করছে চোরকে। আটককৃত চোরের নাম রুবেল মিয়া।

বাইকের মালিকের অভিযোগের মূলেই পুলিশ অভিযান চালিয়ে বাইকটি উদ্ধার করে। বাইক চোর রুবেল মিয়াকে আটক করা হয় নতুনবাজার এলাকা থেকে। চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধারে পুলিশি তৎপরতায় খুশি বাইকের মালিক মঙ্গল দেববর্মা। রবিবার এফ সি আই গোডাউনের পেছন সামনে থেকে চুরি যায় তার TR 07 8145 নাম্বারের বাইকটি। শিক্ষা দপ্তরে কর্মরত বাইকের মালিক মঙ্গল দেববর্মা। অন্যদিকে জিবি হাসপাতাল থেকে কপারের তার চুরি কাণ্ডে মূল অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ।

আটক চোরের নাম ভানু দেবনাথ। এন সি সি থানার এস ডি পি ও- পারমিতা পান্ডে জানান সিসি টিভি ফুটেজ দেখে দুই ক্ষেত্রেই সফলতা এসেছে। তবে জিবিতে কপারের তার চুরি কাণ্ডে মূল অভিযুক্ত ভানু দেবনাথকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য পায় পুলিশ। সেই মোতাবেক মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী দীপঙ্কর বসাককে গ্রেপ্তার করা হয় চুরির সামগ্রী ক্রয় করার জন্য। তার দোকান থেকে কিছু সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য