স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : কুমারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, বুধবার বেলা দশটা নাগাদ কুমারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা কুমারঘাট থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনকালে কুমারঘাট থানার এক পুলিশ অফিসার জানান মৃতদেহটি এখনো সনাক্ত করা যায়নি। অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধারের সংবাদ সরিয়ে পড়তেই এলাকার জনগণের মধ্যে রীতিমতো চাঞ্চল্যে সৃষ্টি হয়।