স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : স্বাস্থ্যকর্মীর চরম গাফিলতির শিকার শিশু। একসাথে চারটি ভ্যাকসিন পুশ করলো শিশুর শরীরে। উত্তেজিত হয়ে উঠে শিশুর পরিবার। অভিযোগ বুধবার উদয়পুর থেকে পূজা শীল তার শিশু পুত্রকে নিয়ে আই জি এম হাসপাতালে পোলিও দিতে আসে। তখন এম পি ডব্লিউ কর্মীকে চিকিৎসক শিশুকে তিনটি ভ্যাকসিন দেওয়ার জন্য লিখে দেন।
এবং সাথে দুটি পোলিও খাওয়ানোর জন্য বলেন। অভিযুক্ত এম পি ডব্লিউ কর্মী মন্দিরা ঘোষ পোলিও কার্ড হাতে না নিয়ে শিশুকে দুহাত এবং দুপায়ে চারটি ভ্যাকসিন দেন বলে অভিযোগ। শিশুটি মা বহুবার এম পি ডব্লিউ কর্মীকে বোঝানোর চেষ্টা করলেও তিনি কোন কথাই শোনেননি। শেষ পর্যন্ত শিশুটির মা সহ অন্যান্য পরিজনেরা উত্তেজিত হয়ে উঠলে তাদের ধাক্কা দিয়ে চিকিৎসকের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এবং বলে উঠেন হাসপাতালে কেন পোলিও নিতে এসেছে, অন্যথায় পোলিও নিতে যাওয়ার জন্য বলে উঠেন। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ।
পরবর্তী সময় উত্তেজিত হয়ে উঠে শিশু পরিবারের লোকজন। তখন চেয়ার ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত এম পি ডব্লিউ কর্মী মন্দিরা ঘোষ। এদিকে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান শিশুটির জন্মের পর একটি ভ্যাকসিন বাকি ছিল। এর পাশাপাশি আজ আরো দুটি ওরাল ভ্যাকসিন নেওয়ার জন্য আসে। কিন্তু দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী এ ধরনের গাফিলতি ফলে শিশুটির ঝুঁকি বেড়েছে। খবর দেওয়া হয়েছে শিশু বিশেষজ্ঞকে। তিনি শিশুটি শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন। আপাতত শিশুটির শারীরিক কোন অসুবিধা নেই বলে জানান চিকিৎসক। আই জি এম হাসপাতালের জনৈক স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠায় অন্যান্য শিশুর মা ভরসা হারিয়েছে এদিন আইজিএম হাসপাতালে দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকের উপর। ঘটনা ঘিরে শিশুর পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। শিশুর পরিজনেরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি কিছু হয় তাহলে মামলা করে ছাড়বে।