স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মে : ৬৬ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঝলসে গিয়ে গুরুতর আহত এক মহিলা শ্রমিক। আহত মহিলার নাম অর্চনা অধিকারী। বাড়ী জামজুরি BOC সংলগ্ন এলাকায়। জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ঘর থেকে বের হয়ে উদয়পুরের উদ্দেশ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন অর্চনা অধিকারী । উদয়পুর রাজারবাগ এলাকায় আশীষ চক্রবর্তীর বাড়িতে দ্বিতল ভবনের প্লাস্টারের কাজে নিয়োজিত হন রাজমিস্ত্রির সাথে। কাজ করার সময় হঠাৎ এলাকাবাসী বিকট একটি শব্দ শুনতে পায়।
আগুনে পোড়া গন্ধ অনুভব করে। জানা যায় আশীষ চক্রবর্তীর বাড়িতে কর্মরত মহিলা শ্রমিকের গায়ে ৬৬হাজার ভোল্টের বৈদ্যুতিক তার স্পর্শ করেছে। আর এর থেকে ঝলসে যায় তার মুখ সহ শরীরের একটা অংশ। আরো জানা গেছে বিল্ডিং এর উপরে ছিল বৈদ্যুতিক তার। কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মহিলা শ্রমিক। সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা অর্চনা অধিকারীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যায় উদয়পুর টেপানীয়স্থিত গোমতী জেলা হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন । শরীরের উপরের অংশ আগুনে ঝলসে যায়।
সূত্রের খবর উদয়পুর পুর পরিষদ থেকে অনুমতি না নিয়েই আশীষ চক্রবর্তী তার বাড়িতে ছাদের উপর দোতালার কাজ করছিল । তাছাড়া এদিনের দুর্ঘটনায় আশপাশের অধিকাংশ বাড়ির ফ্রিজ, ফ্যান, লাইট এবং ইলেকট্রনিক অন্যান্য যন্ত্রাংশ বিকল হয়ে পরে।