স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মে : শ্রী শ্রী মা আনন্দময়ীর ১২৮ তম আবির্ভাব মহোৎসব উপলক্ষ্যে আগরতলা টাউন হল সংলগ্ন আনন্দময়ী আশ্রম পরিচালন কমিটি মঙ্গলবার আনন্দময়ী আশ্রমে কুমারী মায়ের পূজার আয়োজন করা হয়।
পুরহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সাঙ্গ হয় কুমারী মায়ের পুজা। আনন্দময়ী আশ্রম পরিচালন কমিটির সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও কুমারী পুজা করা হয়েছে। এই বছর মালিনি রুপে মায়ের পুজা করা হয়েছে। তারা আরও জানান মঙ্গলবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আশ্রমে কীর্তন করা হবে। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এইদিন কুমারি পুজা উপলক্ষ্যে আশ্রমে আনন্দময়ী আশ্রমে ভক্তদের সমাগম হয়।