Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যস্টাফ নার্সের স্বামীর মদের আসরে পুলিশের থাবা

স্টাফ নার্সের স্বামীর মদের আসরে পুলিশের থাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : আরোগ্য নিকেতনে যেন দুরারোগ্য ব্যাধি। এইটা যেন নিত্যদিনের সঙ্গী। সরকার চাইছে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ক্রতে।কিন্ত একাংশ লোকের কারনে সরকারের এই উদ্যোগ বারে বারে ব্যর্থ হচ্ছে। সাধারণত হাসপাতালে রোগীরা চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসে। আর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগীদের জন্যও ভালো হয়। কিন্তু হাসপাতাল চত্বরে স্টাফ নার্সের স্বামী প্রতিনিয়ত মদের আসর বসাচ্ছে।

 ঘটনা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ হাসপাতালের স্টাফ নার্স অনিতা দেববর্মার স্বামী দেবব্রত দেববর্মা প্রতিদিন হাসপাতাল চত্বরে মদের আসর বসায়। ফলে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং রোগীর আত্মীয়-পরিজনদের সমস্যায় পড়তে হয়। শনিবার সন্ধ্যায় ঠিক একই ভাবে দেবব্রত দেববর্মা এবং দ্বিজেন্দ্র দেববর্মা হাসপাতালে মদের আসর নিয়ে বসায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ।পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। হাসপাতালের এক চিকিৎসক জানান দীর্ঘ দিন ধরে হাসপাতালের সামনের শেড ঘরে মদের আসর বসে। এই বিষয়ে প্রশাসনকে বহুবার অবগত করা হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ধরনের ঘটনায় তীব্র ক্ষোভ জনমনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য