স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : ৬ এবং ৭ মে টি এস ইউ -র কেন্দ্রীয় কমিটি এবং এস এফ আই রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা স্থান পেয়েছে নির্বাচনোত্তর সন্ত্রাস। কারণ মানুষের বাড়ি ঘর যেমন জ্বালিয়ে দিয়েছে, তেমনি ছাত্র-ছাত্রীদের বই খাতা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সবচেয়ে বড় বিষয় হলো কলেজে পর্যন্ত যেতে দিচ্ছে না এস এফ আই এবং টিএস ইউ -র কর্মীদের। ছাত্র-ছাত্রীদের হুমকি দেওয়া হচ্ছে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কিন্তু এগুলি প্রতিরোধ করে এগিয়ে যেতে হবে বলে জানান তিনি। রবিবার ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন, আগামী মে এবং জুন মাস রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমস্যা গুলি নিয়ে দাবি সনদ তৈরি করে আন্দোলন সংগঠিত করা হবে। এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হবে। পাশাপাশি নেশার বিরুদ্ধে সরকারের নিষ্ক্রিয় মনোভাবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলন হবে আগামী ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত পচার আন্দোলন সংগঠিত করা হবে।
এর পাশাপাশি থানা স্তরে ডেপুটেশন প্রদান করা হবে। সারা রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে। তারপরও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম ছাত্র সংগঠন বলে জানান তিনি। আরো জানান, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যেকে নিজ বাড়িতে বৃক্ষরোপণ করবে। এস এফ আই এবং টি এস ইউ সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্যে পাঁচ হাজার বৃক্ষরোপণ করার। তিনি বলেন, শিক্ষাকে বেসরকারিকরণ করে শিক্ষা বিরোধী নীতি চালু করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। বিগত পাঁচ বছর যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণের বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছে বাম ছাত্র সংগঠনগুলি, আগামী দিনও সরকারকে সঠিক দিশা দেখাতে আন্দোলন জারি থাকবে। আর এই মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বড় হাতিয়ার। তাদের দিশায় এগিয়ে যাবে বাম ছাত্র সংগঠনগুলি বলে জানান তিনি।