স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : দ্বিতীয় রেল লাইন এবং রেলওয়ে ডিভিশন স্থাপন করার দাবি জানাতে গোহাটির উদ্দেশ্যে রওনা হলো প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। রবিবার দুপুরে গোহাটির উদ্দেশ্যে রেলপথে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা রওনা হয়।
প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা জানান, ত্রিপুরায় দ্বিতীয় রেল লাইন স্থাপনের দাবি নিয়ে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মীরা রেলপথে রওনা হয় গুয়াহাটির উদ্দেশ্যে। সোমবার এন এফ রেলওয়ের সদর দপ্তরে ডেপুটেশনের মধ্য দিয়ে এক স্মারক লিপি তুলে দেবে তারা। এই স্মারক লিপিতে উল্লেখ করা হবে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত প্রতিটি জেলার জেলা সদর এবং মহকুমায় যাতে এই দ্বিতীয় রেল লাইন স্পর্শ করে। একই সঙ্গে দাবি জানানো হবে ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন করার।