স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : শুক্রবার গভীর রাতে কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের নাম তন্ময় নাথ। তন্ময় নাথ জানান শনিবার সকালে তন্ময় নাথ দোকানে এসে দেখতে পায় শাটার ভাঙ্গা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি দোকানে প্রবেশ না করে খবর দেয় কমলপুর থানায়।
খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ছুটে যায়। তন্ময় জানান তার দোকান থেকে চোরের দল নগদ এক লক্ষ ৬০ হাজার টাকা সহ বেশ কিছু স্পেয়ার পার্টস নিয়ে গেছে। এবং চোরের দল নিজেকে বাঁচাতে চুরির সময় শাড়ি পড়ে ঘরে প্রবেশ করে চুরির ঘটনাটি সংগঠিত করেছে। তার বক্তব্য হল এভাবে যদি প্রতিদিন রাতের আঁধারে শহরের উপর একের উপর এক চুরির ঘটনা সংগঠিত হয় তাহলে কমলপুর বাসীদের নিরাপত্তা কোন জায়গায় গিয়ে ঠেকেছে?