Tuesday, May 28, 2024
বাড়িরাজ্যতেল বাঁচাও - গ্যাস বাঁচাও কর্মসূচি

তেল বাঁচাও – গ্যাস বাঁচাও কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : সক্ষমের-২০২৩-র মূল বিষয় হল তেল বাঁচাও -গ্যাস বাঁচাও। প্রচুর পরিমাণে তেল ও গ্যাসের অপচয় হয়। ভারতবর্ষে প্রয়োজনীয় তেল ও গ্যাসের চাহিদার মাত্র ১৮ শতাংশ উৎপাদন হয়। বাকিটা ক্রয় করতে হয়। এই ক্ষেত্রে ডলারের এক্সচেঞ্জ কমানোর জন্য  উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্যাস ও তেলের ব্যবহার কমানো এবং সঠিক  ভাবে ব্যবহারের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ও এন জি সি- ত্রিপুরা অ্যাসেটের মেইন্টেনেন্স-র চিফ জেনারেল ম্যানেজার পিবি দাস।

 আগামী ভবিষ্যৎ -কে সুন্দর রাখতে এই সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার তেল বাঁচাও -গ্যাস বাঁচাও বার্তাকে সামনে রেখে ও এন জি সি -র মূল ফটকের সামনে রেখে মানববন্ধন কর্মসূচিতে সামিল হয় তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য