Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যঅহিংসার পথ অনুসরণ করে চলতে হবে : মুখ্যমন্ত্রী

অহিংসার পথ অনুসরণ করে চলতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : শুক্রবার বিকালে রাজধানীর কুঞ্জবনস্থিত বেনু বন বুদ্ধ বিহারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে ২৫৬৭ তম বুদ্ধ জয়ন্তীর সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে বহু পর্যটন কেন্দ্র রয়েছে। একটা সময় রাজ্যে তেমন একটা পর্যটন কেন্দ্র ছিল না।

 তখন বহু মানুষ কুঞ্জবনস্থিত বেনু বন বুদ্ধ বিহারে ঘুরতে যেত। ভারতবর্ষে বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। ত্রিপুরা রাজ্যও তার ব্যতিক্রম নয়। কিন্তু অনেক সময় অনেকে ভুলে যায় যে তারা মানুষ। একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হবে। হিংসা নয়, একে অপরকে ভালোবাসতে হবে। অহিংসার পথ অনুসরণ করে চলার জন্য সকলের প্রতি বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বুদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বেনু বন বুদ্ধ বিহারে বৃক্ষ রোপণ করেন। এবং ভগবান বুদ্ধর পুজো দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য