স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : পূর্ব থানার পুলিশের উদাসীনতায় আইন হাতে তুলে নিল এলাকার লম্পট যুবক। চোর সন্দেহে যুবককে বিদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারধর করে এই লম্পট সুরজিৎ মালাকার।
ঘটনা রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগর ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত যুবক এই দিন এলাকার এক বাড়িতে প্রবেশ করেছিল। তারপর তাকে চোর সন্দেহে আটক করে বিদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারধর করতে শুরু করে লম্পট সুরজিৎ। সে পুলিশকে ফোন না করেই নিজের হাতে এদিন আইন তুলে নিয়েছে।
এবং অভিযুক্ত যুবককে বিদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারধর করার সময় পুলিশ রাস্তা দিয়ে গেলেও কি ঘটনা হয়েছে সেই বিষয়ে জানতে এগিয়ে আসে নি, আর সেই পুলিশের কাছ থেকে এলাকার আইন-শৃঙ্খলা সুষ্ঠু থাকার আশা করা ভুল হবে বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। যখন লম্পট সুরজিৎ অভিযুক্ত যুবককে মারধর করছিল তখন এলাকার কিছু অত্যুৎসাহী মোবাইল দিয়ে ঘটনা ক্যামেরা বন্দি করছিলেন। কিন্তু পুলিশকে খবর দেওয়ার মতো প্রয়োজন টুকু মনে করেনি। কিন্তু পুলিশের চরম গাফিলতির কারণে এ ধরনের অপরাধমূলক ঘটনা এলাকায় ক্রমশ মাথাচাড়া দিয়েছে। পুলিশ এ ধরনের ঘটনা এড়িয়ে চলেছে কার স্বার্থে সেটা বলা মুশকিল বলে মনে করছে অনেকে। তবে পুলিশের নিয়মিত টহলদারির অভাবে এলাকায় প্রতিদিন অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে। অতিষ্ঠ সাধারন মানুষ।