স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : নববর্ষের প্রথম দিন আবারো বড়সড় ভাঙ্গন প্রদেশ কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রাহুল সাহার নেতৃত্বে ২১ পরিবারের ১১১ ভোটার প্রদেশ কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি সিপিআইএম থেকে ৭ থেকে ৮ জন যোগদান করে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান এ যোগদান কর্মসূচিটি হয়।
কংগ্রেস নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দোয়ালি ব্লক কংগ্রেস সভাপতি তপন সিনহা, হুমায়ুন কাবির, রুমন সাহা সহ অন্যান্যরা। এদিন যোগদানকারীদের স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র রাহুল সাহা জানান, দেশের উন্নয়নের জন্য কাজ করছে বিজেপি। তাই বিজেপির দিকে আকৃষ্ট হয়ে যোগদান করেছে কংগ্রেস কর্মীরা। আর কংগ্রেসের কান্ডারী ভালো না হওয়াই দলের দুর্বলতা বেড়েছে।সুতরাং কংগ্রেসের কান্ডারী ভালো না হওয়ায় দলের দুর্বলতা এতটা প্রকট হয়েছে।