স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : জাতীয় স্তরে ছাত্র ছাত্রীদের সাথে যাতে রাজ্যের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় যেতে পারে তার জন্য এস সি ই আর টি চালু করা হয়েছে। সরকার নতুন নতুন চিন্তাধারা নিয়ে এস সি ই আর টি কাজ করছে।
ত্রিপুরা রাজ্যকে দেখে দেশের অন্যান্য রাজ্য অনুকরণ করছে। শনিবার এসসিইআরটি-র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এসসিইআরটি-র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করে এই কথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন সকল সমস্যার সমাধান করতে পারে শিক্ষা। কৃষি কিংবা স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে থাকলেও সকল সমস্যার সমাধান হবে না। একমাত্র গুনগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা সকল সমস্যার সমাধান করতে পারে। শুধু মাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর প্রায় সব গুলি দেশ বর্তমানে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হতে যাচ্ছে। স্বামীজি বলেছিলেন এমন শিক্ষা দাও যেই শিক্ষায় ছেলে মেয়ে স্বাবলম্বী হবে। ছেলে মেয়েদের রোজগারমুখী শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েরা যেন নিজের পায়ে দাড়াতে পারে সেই শিক্ষা দিতে হবে।
গুনগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা এসসিইআরটি। আর দেশের ক্ষেত্রে এনসিইআরটি। ত্রিপুরা রাজ্যে এসসিইআরটি-র পথ চলা শুরু হয় ১৯৯৬ সালে। সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার যে মান রয়েছে, রাজ্যের ছেলে মেয়েরা যেন সেই মানে যেতে পারে তার জন্য এসসিইআরটি তৈরি করা হয়েছিল। কিন্তু দুঃখের হলেও এইটা সত্যি যে ১৯৯৬ সালের পর তা পরিলক্ষিত হয় নি। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ এইদিন এসসিইআরটি-র প্রশংসা করেন। অনুষ্ঠানে এসসিইআরটি-র কর্মী সহ শিক্ষা দপ্তরের কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।