Friday, February 7, 2025
বাড়িরাজ্যআত্মসমর্পণ করল দুই জঙ্গি

আত্মসমর্পণ করল দুই জঙ্গি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : বছরের প্রথম দিনে জঙ্গী সংগঠন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এল এন এল এফ টি বি এম গোষ্ঠীর দুই কট্টর সদস্য। বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের শালবাগান স্থিত প্রধান কার্যালয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আই জি- বি এস এফ সুশান্ত কুমার নাথ। আত্ম সমর্পণকারী দুই এন এল এফ টি – বি এম গোষ্ঠীর সদস্যের নাম ক্ষিতিশ দেববর্মা ও স্বপন দেববর্মা

। তাদের বাড়ি খোয়াই জেলার  চাম্পাহাওড় থানাধীন ইচাছড়া ও গোলকবাড়ি। ২০১৯ সালে ক্ষিতিশ দেববর্মা এন এল এফ টি- তে যোগদান করেন। অন্যদিকে স্বপন দেববর্মা যোগদান করে ২০২০ সালে। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ২৩ জন কট্টর সদস্য এবং ২০২১ সালে ৬ জন এবং নতুন বছরে আরও দুই জন সহ মোট ৩১ জন কট্টর জঙ্গি সদস্য বি এস এফ-র কাছে আত্ম সমর্পণ করেছে। ২০২১ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নেশা সামগ্রী উদ্ধার ও গুরু পাচার বন্ধ করে বি এস এফ । ৩৫ কোটি টাকার উপর নেশা সামগ্রী বাজেয়াপ্ত ও ধবংস করেছে বি এফ এফ বলে জানান তিনি। ২১৮ জনকে সিমান্ত পারাপার করার সময় আটক করেছে বি এস এফ  ত্রিপুরা ফ্রন্টিয়ার। ১৯ লক্ষ টাকার উপর সামগ্রী সিভিক এক্সন পোগ্রামের মাধ্যমে প্রদান করা হয়েছে বলে জানান আই জি- বি এস এফ সুশান্ত কুমার নাথ। এদিন আত্ম সমর্পণকারীদের পরিবারের সদস্যরা মিষ্টি মুখ করে স্বাগত জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য