স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তিকে সামনে রেখে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত এক মাস ব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ অন্যান্যরা। বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে সাংসদরা বিভিন্ন জায়গায় প্রবাস করবেন এবং প্রধানমন্ত্রীর গৃহীত প্রকল্প গুলির বিষয়ে জনগণের সামনে তুলে ধরবেন।
এই বিষয়ে কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন জেলা সভাপতি, মোর্চা সভাপতি, অফিস বিয়ারারদের নিয়ে এইদিন বৈঠক করা হয়। বৈঠকে আলোচনা ক্রমে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা ও রূপরেখা স্থির করা হয় বলে জানান তিনি।