Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অত্যাধুনিক নতুন কার্গো কমপ্লেক্সের সূচনা

মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অত্যাধুনিক নতুন কার্গো কমপ্লেক্সের সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : অবশেষে নতুনভাবে সমস্ত সুযোগ- সুবিধা যুক্ত নতুন কার্গো ভবনের যাত্রা শুরু হয়। কয়েক মাস ধরে এম বি বি বিমানবন্দরে বন্ধ ছিল কার্গো পরিষেবা। বার্ষিক ক্ষমতা আসা- যাওয়া নিয়ে ৪০,১৫০ মেট্রিকটন।এতে রয়েছে কোল্ড স্টোরেজ,স্ট্রং রুম, শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষ সহ বিভিন্ন সুযোগ- সুবিধা।আনুমানিক ১৭ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই কার্গো কমপ্লেক্স।

শুক্রবার বিমানবন্দরে এর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব ইউ কে চাকমা, পরিবহণ দপ্তরের কমিশনার, পশ্চিম জেলার জেলা শাসক, এয়ারপোর্ট অথরিটির অধিকর্তা সহ অন্যরা। এদিন অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মোদী সরকার গঠিত হওয়ার পর ত্রিপুরার পরিবহণ ব্যবস্থাকে শক্তিশালি করার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। রেল- বিমান পরিষেবার মাধ্যমে বহিঃরাজ্যের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে। ৫০০ কোটি টাকা ব্যয়ে শ্রেষ্ঠ বিমানবন্দর করা হয় উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে। মন্ত্রী এদিন আরও জানান, জুনের প্রথম সপ্তাহেই চালু হবে আগরতলা চিটাগাং নতুন আন্তর্জাতিক বিমান পরিষেবা। পাশাপাশি তিনি আরও জানান, মহারাজা বীর বিক্রমের মূর্তি বসানো হবে নতুন টার্মিনাল ভবনের সামনে শীঘ্রই।সুশান্ত বাবু বলেন, উন্নয়নের কর্মধারা এগিয়ে নিয়ে যাওয়া হবে মানুষের জন্য। প্রধানমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে কাজ দিয়েছেন সেটা সফল ভাবে বাস্তবায়ন করা হবে। এদিন এই অত্যাধুনিক আন্তর্জাতিক মানের কার্গো কমপ্লেক্স চালু হওয়ায় উপকৃত হবেন আমদানি- রপ্তানিকারকরাও।পাশাপাশি আন্তর্জাতিক বিমান চালু হয়ে গেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য