স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : ধারালো দা দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা করল স্ত্রী। ঘটনা অমরপুরের বীরগঞ্জ থানাধীন কাশিপদ কলোনি এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রেম গুরু জমাতিয়া। অভিযুক্ত স্ত্রীর নাম কাজল কন্যা জমাতিয়া। স্বামীকে হত্যার পর পুলিশের নিকট আত্মসমর্পণ করে অভিযুক্ত স্ত্রী। জানা যায়, অমরপুরের বীরগঞ্জ থানার অন্তর্গত কাশিপদ কলোনি এলাকার বাসিন্দা প্রেম গুরু জমাতিয়া।
স্ত্রীর নাম কাজল কন্যা জমাতিয়া। দম্পতির মধ্যে পায় সময় পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা লেগে থাকতো। এই পারিবারিক বিষয় নিয়ে এইদিনও দম্পতির মধ্যে বিবাদ শুরু হয়। একটা সময় স্ত্রী কাজল কন্যা জমাতিয়া উত্তেজিত হয়ে স্বামী প্রেম গুরু জমাতিয়ার গলায় ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। এবং মৃত্যুর কোলে ঢলে পরে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মৃত ব্যক্তির আত্বিয় পরিজনরা।
মৃত ব্যক্তির এক নিকট আত্মীয় জানায় স্ত্রী কাজল কন্যা জমাতিয়া স্বামী প্রেম গুরু জমাতিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এইদিকে ঘটনার পর অভিযুক্ত স্ত্রী কাজল কন্যা জমাতিয়া বীরগঞ্জ থানার পুলিশের নিকট আত্মসমর্পণ করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তদন্তে নেমেছে ফরেন্সি টিম এবং বীরগঞ্জ থানার পুলিশ। খুনে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।