Thursday, March 28, 2024
বাড়িরাজ্যটাইবেল আর্টিসান মেলার আয়োজন

টাইবেল আর্টিসান মেলার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : পশ্চিম জেলায় টাইবেল আর্টিসান মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে। ১৬৫ জন এই মেলায় অংশ নিয়েছে। এর মধ্যে থেকে ১০৬ জনকে বাছাই করা হয়েছে। যাদের বাছাই করা হয়েছে তাদের প্রোডাক্ট শনাক্ত করা হয়েছে।

 তাদের প্রোডাক্ট গুলি বিদেশে বাজারজাত করা যাবে। তাই তাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার পশ্চিম জেলাশাসক কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পশ্চিম জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। বর্তমানে বাজারের চাহিদার উপর গুরুত্ব দিয়ে তাদের প্রোডাক্ট গুলি বাজারজাত করা যাবে। এর মধ্যে রয়েছে ব্যাম্বু, অর্গানিক ফুড এবং হ্যান্ডলুম। জনজাতি কল্যাণ দপ্তর এবং বনদপ্তরের সহযোগিতা এ মেলায় হয় বলে জানান পশ্চিম জেলা শাসক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য