Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপ্রয়াত পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হিমাংশু মোহন চৌধুরী

প্রয়াত পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হিমাংশু মোহন চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : প্রয়াত উত্তর-পূর্ব ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হিমাংশু মোহন চৌধুরী। ত্রিপুরার প্রথম পদ্মশ্রী হিমাংশু মোহন চৌধুরী প্রয়াত হন মঙ্গলবার । মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।  সোনামুড়া মহকুমা অধিকারীর পদে কর্মরত অবস্থায় শ্রেষ্ঠ মানবিক দৃষ্টিকোণ থেকে ১৯৭১ বাংলাদেশ মুক্তি যুদ্ধে বহু শরণার্থীদের ত্রাণ, আশ্রয় এবং অত্যাবশ্যকীয় সহায়তা প্রদানের উজ্জ্বল নজির রেখেছিলেন  হিমাংশু মোহন চৌধুরী l

 তাঁর এই বলিষ্ঠ ও উদারচেতা কর্মকাণ্ডের জন্য ভারত   সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে। কিছুদিন আগেই তাঁকে দেখিয়ে বড়দোয়ালী স্থিত বাসভবনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এদিন বিকালে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। পদ্মশ্রী হিমাংশু মোহন চৌধুরীর প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রয়াতের ভাই স্নেহাংশু মোহন চৌধুরী জানান সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে তিনি ত্রিপুরাকে ভাল বেসে কাজ করে গেছেন। ইচ্ছা ছিল এই মাটিতেই যেন তাঁর শেষকৃত্য  সম্পন্ন হয়। সেই মেধাবী ও উদার মনের মানুষের প্রয়াণে একটা যুগের সমাপ্তি ঘটল। এই সংবাদ পেয়ে অনেকেই বেসরকারি হাসপাতালে ছুটে যান গুনমুগ্ধরা।


সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য