স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : মঙ্গলবার আগরতলা অরুন্ধতী নগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পরিদর্শনে যান টি আই ডি সি -র চেয়ারম্যান নবাদল বণিক। পরিদর্শনে গিয়ে তিনি অরুন্ধতীনগর ইন্ডাস্ট্রিয়াল এলাকাটি অব্যবস্থা প্রত্যক্ষ করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার সম্পর্কে অবগত হন। অভিযোগ প্রতিদিন সন্ধ্যার পর থেকে এই এলাকায় বসে নেশার আসর। বহিরাগত ছেলেরা পর্যন্ত এলাকার কিছু যুবকদের হাত ধরে এসে সামিল হয় আসরে।
এ বিষয়ে এলাকার বিধায়িকা থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলে অবগত থাকলে কারো কোন পদক্ষেপ নেই। সুতরাং চেয়ারম্যানের পরিদর্শনে যাতে সার্থকতা আসে তার জন্য দাবি জানান স্থানীয়রা। তারপর এলাকার যাতে সুষ্ঠু পরিবেশ ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় চেয়ারম্যান সাহেব পুলিশের সাথে কথা বলে জানিয়ে দেন। পাশাপাশি এলাকাবাসী নিরাপত্তা কর্মী ও স্ট্রিট লাইটের ব্যবস্থা করার জন্য দাবি জানান। এলাকার বিধায়িকা মিনা রানী সরকারের সাথে কথা বলে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে আলোচনা করেন। পরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন নবদল বণিক। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, এই ইন্ডাস্ট্রি এলাকায় কিছু প্রজেক্টের কাজ চলছে। তিনি প্রজেক্টের কাজ গুলি পরিদর্শন করতে এসেছেন বলে জানান।
এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করতে পুলিশ আধিকারিকের সাথে কথা বলবেন। আরো জানান যে প্রজেক্টের কাজ চলছে তার মধ্যে স্ট্রিট লাইটের কাজও রয়েছে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল লোনের জন্য দপ্তর কাজ করবে। এবং যে পানীয় জলের সমস্যাটি রয়েছে তা দ্রুত নিরসনের জন্য চেষ্টা করবে বলে জানান নাবাদল বণিক। এর পাশাপাশি বন্ধ থাকা শিল্প কারখানার কর্ণধারদের উদ্দেশ্যে তিনি বলেন কিভাবে তারা পুনরায় কারখানা খুলতে পারবে সে বিষয় নিয়ে দপ্তরের সাথে আলোচনা করতে পারেন। কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা ব্যক্তির পরে নবাদল বণিক। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীনা রানী সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা।