স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : বৃহস্পতিবার ভারতের ছাত্র ফেডারেশনের ৫২ তম প্রতিষ্ঠিত দিবস উদযাপন করা হয়। ছাত্র-যুব ভবনে এদিন দলীয় পতাকা তুলে এস এফ আই নেতৃত্বরা। পরবর্তী সময় ছাত্র-যুব ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, ভানু লাল সাহা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র কর বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল। আজকের দিনে ভারতের ছাত্র ফেডারেশনের ৫২ তম প্রতিষ্ঠা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানান পবিত্র কর। রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।