Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যমহিলা স্বাস্থ্য সম্মেলন ১ জানুয়ারি

মহিলা স্বাস্থ্য সম্মেলন ১ জানুয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা প্রথমবারের মতো আগামী ১ জানুয়ারি মহিলা স্বাস্থ্য সম্মেলন নামে একটি চিকিৎসা বিষয়ক সম্মেলনের আয়োজন করেছে। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা বার্ষিক অনুষ্ঠান আমার ত্রিপুরা সুস্থ ত্রিপুরার একটি অঙ্গ মহিলা স্বাস্থ্য সম্মেলন। ২০১৪ সাল থেকে প্রতিবছর কোন না কোন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার আয়োজন করে আসছে।

রবীন্দ্রভবনে এই সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষে ডাঃ প্রদীপ ভৌমিক। তিনি বলেন এ বছর মহিলাদের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে থিম রাখা হয়েছে মহিলাদের স্বাস্থ্য এবং মহিলাদের ক্ষমতায়ন। তাই এদিন মহিলা স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিজ্ঞানসম্মত আলোচনা হবে। রাজ্যের এবং বহিঃরাজ্যের বিশেষজ্ঞরা মহিলা এবং কিশোরীদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। কারণ মহিলারা সুস্থ না থাকলে তার পরিবার সুস্থ্য থাকবে না। আর পরিবার সুস্থ না থাকলে সমাজ সুস্থ থাকবে না। সমাজ সুস্থ না থাকলে রাজ্য সুস্থ থাকবে না। রাজ্য সুস্থ না থাকলে দেশ সুস্থ থাকবে না। তাই এ ধরনের মহিলা স্বাস্থ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও থাকবেন পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার, ইণ্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ানের ডিন ডাঃ জ্যোতির্ময় পাল সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য