স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : পৃথক রাজ্যের দাবির স্লোগানে এডিসি -তে উন্নয়ন ফানুস! সমস্যা মেটাতে এগিয়ে আসছে না এ ডি সি -র দায়িত্বে থাকা তিপ্রা মথা। অবশেষে আবেগ রাজনীতি থেকে সরে এসে রাস্তায় নামছে জনজাতিরা। রবিবার জল ও রাস্তার সংস্কারের দাবিতে জম্পুইজলা ব্লকের ছয়ঘড়িয়া রাস্তা অবরোধ করে স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে জম্পুইজলা ছয়ঘরিয়া পঞ্চায়েতের ওয়ায়ঘাটি কামী এলাকায় জলের সমস্যা সৃষ্টি হয়ে আছে। পাশাপাশি এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এডিসি প্রশাসনকে বহুবার অবগত করার পরেও কোনও উদ্যোগ গ্রহণ করছেন না কর্তৃপক্ষ। বাধ্য হয়ে সড়ক অবরোধে বসে এলাকার সমস্ত জনজাতিরা। তাদের দাবি এলাকায় পানীয় জলের বন্দোবস্ত করা। পাশাপাশি রাস্তা সংস্কার করারও দাবি তুলেছে এদিন।
বছরের পর বছর তারা এ সমস্যার পরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোট আসলে বিভিন্নভাবে তাদের আবেগ রাজনীতিতে মন ভুলিয়ে দেওয়া হয়। কিন্তু জনজাতিদের ভোটে ক্ষমতায় ফিরলে সমস্যার সমাধান আর হয় না। তাই তারা এবার রাস্তায় নেমে দাবি আদায় করতে চাইছে। চাইছে উন্নয়নের হিসাব। দায় এড়াতে পারছে না যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে তারাও। সুতরাং রাস্তা এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য দাবি তুলেছে তারা। তাদের বক্তব্য অবিলম্বে এই সমস্যা গুলি সমাধান নাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রশাসন। কথা বলেন অবরোধকারীদের সাথে। বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করার জন্য বলে পুলিশ।