Saturday, March 15, 2025
বাড়িরাজ্যদপ্তর ও নিগমের কর্মীদের তৎপরতার  সঙ্গে কাজ করে যাচ্ছে : রতন

দপ্তর ও নিগমের কর্মীদের তৎপরতার  সঙ্গে কাজ করে যাচ্ছে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : শুক্রবারে আচমকা ঝড়ে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে অধিক ক্ষতি হয়েছে  বিদ্যুতের। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। রাজ্যের বিদ্যুতের ডিভিশন হয়েছে ২৩ টি এবং সাব ডিভিশন রয়েছে ৭৯ টি। পোলের সংখ্যা ১৩ লক্ষের উপর। এস টি, এল টি এবং ই এল টি পোল রয়েছে।

 লাইন রয়েছে ৫২,০০০ কিলোমিটার। ট্রান্সফরমারের সংখ্যা আঠারো হাজার। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবারে ঝড় বৃষ্টিতে ৫৭৭ পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইন ছিঁড়ে গেছে ৩৩৭ কিলোমিটার। ইএসটির লাইন ৬০০ মিটার ছিড়ে গেছে। ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৯৭ টি। যুদ্ধকালীন  পরিস্থিতিতে পরিষেবা স্বাভাবিক রাখার কাজ চলছে।  জম্পুইজলা ডিভিশনে এখনো পর্যন্ত ৬০ শতাংশ যন্ত্রাংশ ও বিদ্যুৎ লাইন সারাই করা সম্ভব হয়েছে। জিরানিয়া, বিশালগড় ,সোনামুড়া, বিলোনিয়া , বগাফা, কুমারঘাট, কাঞ্চনপুর , খোয়াই,  ডিভিশন গুলিতে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উদয়পুরে কিছু সমস্যা তৈরি হয়েছিল তা দ্রুত নিরসন  করতে বলা হয়েছে। 

 গোটা  বিষয়ে খতিয়ে দেখে অবগত করেন মন্ত্রী। শহরে  ১৪১৭ টা অভিযোগ জমা পড়েছে। ৪৩৯ টি র কাজ চলছে।  দপ্তর ও নিগমের কর্মীদের তৎপরতার  সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের সময়ে সকল অংশের মানুষকে এগিয়ে এসে সহায়তা করার আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ। প্রয়োজনীয় সংখ্যক কর্মী এবং গাড়ি  ও যন্ত্রাংশ -র জন্য আর্থিক ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য