Saturday, July 27, 2024
বাড়িরাজ্যনব নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে রক্তদান শিবির

নব নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : রবিবার টেট উত্তীর্ণ নব নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে এই মেগা রক্তদান শিবিরে উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। শিবিরে এইদিন টেট উত্তীর্ণ নব নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা স্বেচ্ছায় রক্তদান করেন। মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।

শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন রক্তদান মহৎ দান। রক্ত দানের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন মানব জীবন অনেক কষ্টে পাওয়া যায়। তাই মানব জিবনে ভালো কাজ করা প্রয়োজন। রক্তদান একটা ভালো কাজ। যে কেউ চাইলেই রক্তদান করতে পারবে না। সবকিছু ঠিক ঠাক থাকলেই রক্তদান করা যায়। মন্ত্রী রতন লাল নাথ এইদিন রাজ্য ও কেন্দ্রিয় সরকারের প্রশংসা করে বলেন বর্তমানে দেশ সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য