Sunday, May 28, 2023
বাড়িরাজ্যবৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : পুকুরের জলে মিল এক বৃদ্ধের মৃতদেহ। মৃতের নাম নারায়ণ সেন। বয়স আনুমানিক ৭৫ বছর । ঘটনাটি ঘটে ভট্টপুকুর এলাকায়। জানা গেছে শুকতারা সংঘ এলাকার বাসিন্দা নারায়ণ সেন।শুক্রবার রাতে ভট্টপুকুর শীতলাবাড়ি এলাকায় পুকুরের পাড়ে গামছা ও জুতা দেখতে পান লোকজন।

ঘটনা দেখে লোকজনের সন্দেহ  হওয়ায় দমকল কর্মীদের খবর দেন। তারা এসে তল্লাশি চালিয়ে জল থেকে দেহ উদ্ধার করেন। দেহটি নারায়ণ সেনের বলে স্থানীয়রা সনাক্ত করেন। খবর পেয়ে ছুটে যায় পুলিসও। এদিকে ঘটনার খবর পেয়ে আত্মীয়রা ছুটে আসেন আই জি এমে। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নারায়ণ সেনকে। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবির মর্গে পাঠানো হয়। শনিবার ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।বৃদ্ধের এক ভাইপো জানান, নেশাগ্রস্ত প্রায়শই থাকেন তিনি। মাঝে মধ্যে বাড়িতে জেতেন, আবার কখনও বাড়ির বাইরেও থাকতেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য