স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : আগরতলা পুর নিগম ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে গড়িয়া পূজা, ইদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে ১০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল ও সাধারণ জনগনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, এলাকো কাউন্সিলার ভাসতি দেববর্মা সহ অন্যানরা। মেয়র দীপক মজুমদার বলেন, বাঙালিদের সংস্কৃতি অনুযায়ী উৎসবে আনন্দ উপভোগ করার জন্য দান করা হয়। এর অঙ্গ হিসেবে এদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র।