আগরতলা, ২২ এপ্রিল (হি.স.): আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা দুইটি আসনে জয় লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের বুথ স্বশক্তিকরন অভিযানে এমনটাই দাবি করছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি বুথকে শক্তিশালী করার লক্ষেই এই বুথ স্বশক্তিকরন অভিযান।প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।তাই আমাদের নৈতিক দায়িত্ব যে ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয় লাভ করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া।
তিনি এদিন প্রত্যয়ের সুরে বলেন,২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য কার্যকতারা যে অক্লান্ত পরিশ্রম করেছে,এবার লোকসভা নির্বাচনেও বিজেপিকে বিপুল ভোটে জয়লাভ করতে সাহায্য করবেন। তাঁর দাবি,এখনো যে বুথগুলোতে সাংগঠনিক দূবর্ল রয়েছে তা অতিবিলম্বে সমস্যা সমাধান করা।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড: মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীঞু দেববর্মণ, সাংসদ রেবতী ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদিকা তথা রাচির মেয়র আশা লাকড়া, রাজ্য সরকারের সকল মন্ত্রীগন, সকল বিধায়করা, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সকল স্তরের কার্যকর্তা, পদাধিকারিরা।