স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : যুব শক্তি সামাজিক সংস্থার উদ্যোগে শনিবার এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রাজধানীর উত্তর বনমালীপুরস্থিত ইয়ংস কর্ণার ক্লাবে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর, মন্ত্রী টিংকু রায়, বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী সুবল ভৌমিক সহ অন্যান্যরা।
শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যুবকদের দিশা দেখাতে না পারলে, তাদেরকে সামাজিক কর্মকান্ড ও মূল্যবোধ সম্পর্কে অবগত করতে না পারলে সমাজকে রক্ষা করা যাবে না। সমাজ মানে সকলে নিয়ে চলা। সকলকে এক সাথে নিয়ে চলতে হলে একে অপরের সুখে দুঃখে এগিয়ে আসতে হবে। কখন কার কি হবে কেউ বলতে পারবে না। ক্যান্সার আক্রান্ত রোগী, থ্যালাসেমিয়ায় আক্রান্তদের রক্তের প্রয়োজন হয় প্রতি নিয়ত। যে কোন সময় যে কোন ব্যক্তির রক্তের প্রয়োজন হতে পারে। তাই রাজনীতির উর্ধে উঠে রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অপরদিকে মন্ত্রী টিঙ্কু রায় বলেন রাজ্যের বহু মানুষ রক্তদান করে। বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এইটা গর্বের বিষয়। রাজ্যের একাংশ যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। প্রশাসন প্রশাসনের কাজ করবে। সকলে মিলে কাজ করলে তবেই নেশা মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে জানান তিনি। রক্তদান একটা মহৎ দান। যারা রক্তদান করে তারা নিজেরাও জানে না তাদের রক্ত কার শরীরে প্রবেশ করছে। রক্তের মধ্যে জাতপাত ধর্ম নেই। এইটাই বৈচিত্রের মধ্যে ঐক্য। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এমনটা বলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। উদ্বোধনি অনুষ্ঠান শেষে অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উতসাহ প্রদান করেন। এইদিনের শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করে। রক্ত দাতাদের মধ্যে পরিলক্ষিত হয় ব্যাপক উৎসাহ।