স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : টমটমের ধাক্কায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক টিএসআর জওয়ান। গুরুতর আহত এই টি এস আর জওয়ানের নাম পরিমল দেব। বয়স ৫৫। ঘটনা আগরতলার দুর্গা চৌমুহনী এলাকায়।
টমটম এর চালক জানিয়েছেন তার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পরিমল দেব রাস্তায় পড়ে যান। তখন অন্য একটি গাড়ি তার ওপর দিয়ে চলে যায়। তখন টমটমের চালক গুরুতর আহত এই টিএসআর জোয়ানকে জিবি হাসপাতালে নিয়ে যান। পুলিশ টমটমের চালককে আটক করেছে।