Friday, July 26, 2024
বাড়িরাজ্যপাচারের সময় আটক ১২ টি গরু

পাচারের সময় আটক ১২ টি গরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : ইদের আগে গরু পাচারের বড়সড়ো চালান ধরা পড়লো কুমারঘাট থানার পুলিশের হাতে। সোনামুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে কুমারঘাট থানার পুলিশের হাতে ধরা পড়লো একটি মালবাহী লরি। লরিটির নম্বর TR 01 AV 1630। একই সঙ্গে গ্রেফতার করা হয় এই লরির চালককে।

চালকের নাম নাজমুল হক। বাড়ি ধর্মনগরে। উদ্ধার করা হয় ১২ টি গরু। কুমারঘাট থানার পুলিশ শুক্রবার ঊনকোটি জেলা আদালতে পেশ করে এই গাড়ির চালককে। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর ছিল এই গরু পাচারের।  যার কারণে নাকা পয়েন্টে তল্লাশি অভিযান চালায়। তাতেই সাফল্য আসে কুমারঘাট থানার পুলিশের। বছরের পর বছর ধরে ত্রিপুরা থেকে সোনামুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে  গরু পাচারের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে গরু পাচারকারীরা। সোনামুড়া সীমান্তকে করিডোর হিসেবেই ব্যবহার করে চলেছে এই পাচারকারীরা। একাধিকবার সোনামুড়া থানার বিরুদ্ধেও অভিযোগ ওঠে। অভিযোগ সোনামুড়া থানার একাংশ  পুলিশ অফিসারের সঙ্গে গোপন আঁতাত থাকার ফলেই সোনামুড়া সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে গরু পাচারের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে পাচারকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য