Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যজওয়ানের কফিনবন্দি দেহ রওয়ানা হলো বাড়ির উদ্দেশ্যে

জওয়ানের কফিনবন্দি দেহ রওয়ানা হলো বাড়ির উদ্দেশ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : কফিন বন্দি মৃত জওয়ানের দেহ রওয়ানা হলো বাড়ির উদ্দেশ্যে। আমবাসা জহরনগর স্থিত বিএসএফের ১৯২ ব‍্যাটেলিয়ানের সদর কার্যালয়ে কর্মরত ছিলো রাকেশ কুমার নামে এই জওয়ান। এক মাসের ছুটি কাটিয়ে বুধবার কর্মস্থলে যোগ দিতে আগরতলা – ধর্মনগর গামী রেলে আমবাসায় আসছিলেন।

আমবাসা রেল স্টেশনে দূর্ঘটনায় জওয়ানের দুটি পা কেটে যায় সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আহত জওয়ান রাকেশ কুমারকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পরে এই জওয়ান। ঘটনার খবর পেয়ে ব‍্যাটেলিয়ানের উচ্চ পদস্থ আধিকারিক হাসপাতালে ছুটে যায়। এদিকে বৃহস্পতিবার রাকেশ কুমারের মৃতদেহ ময়না তদন্তের পর তোলে দেওয়া হয় বিএসএফের হাতে। প্রথমে ব‍্যাটেলিয়ানের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখান শেষ শ্রদ্ধা জানিয়ে আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয় কফিন বন্দি জওয়ানের দেহ। জানা যায় মৃত জওয়ানের বাড়ি জম্মু কাশ্মীরের কাথুয়া জেলার শেরপোর বালা গ্রামে। ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলায়। এই বিষয়ে বিস্তারিত জানান আমবাসা জিআরপি থানার পুলিশ গৌতম রায় দেব্বর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য