Saturday, March 15, 2025
বাড়িরাজ্যটি আর বি টি অফিসে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের

টি আর বি টি অফিসে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আন্দোলন ট্রেডিশনে পরিণত হয়েছে রাজ্যে। গত কয়েক বছর টেট পরীক্ষার যত বার অনুষ্ঠিত হয়েছে ততবারই প্রশ্নপত্র কিংবা একসাথে সকলকে নিয়োগ করার জন্য দাবি তুলে আন্দোলনের শামিল হয়েছে পরীক্ষার্থীরা। ব্যতিক্রম হয়নি ২০২২ সালে টেট পরীক্ষা নিয়ে। গত কয়েকদিন ধরেই লাগাতার চলছে হাতেগোনা কয়েকজন পরীক্ষার্থীর আন্দোলন কর্মসূচি। তোলা হচ্ছে টি আর বি টি -র বিরুদ্ধে প্রশ্নপত্র নিয়ে অভিযোগ। বৃহস্পতিবার

ফের ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে স্টার দিয়ে ফলাফল প্রকাশ করার দাবিতে টি আর বি টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় কয়েকজন পরীক্ষার্থী। কয়েকদিন ধরেই এই দাবিতে সরব ২০২২ সালের টেট পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ কর্তৃপক্ষ তাদের কথা শুনতে চাইছে না। এদিকে টি আর বি টি পরীক্ষা নিয়ামক পাল্টা অভিযোগ করেন, কতিপয় পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার মতো নম্বর পাননি। তারা বিভ্রান্তি ছড়াতে চাইছেন। এই অবস্থায় নিজেদের দাবিতে অনড় একাংশ ২০২২ সালের টেট পরীক্ষার্থী বৃহস্পতিবার শিক্ষা ভবনে আসেন পরীক্ষা নিয়ামকের সঙ্গে দেখা করতে। কিন্তু তিনি রাজ্যের বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি। এই অবস্থায় তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা এদিন হুশিয়ারি দেন দাবি পূরণ নাহলে আইনের দ্বারস্থ হবেন। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর, হাতেগোনা কয়েকজন পরীক্ষার্থীর তোলা অভিযোগ ভিত্তিহীন। ধারাবাহিকভাবে তারা অসত্য অভিযোগ তুলছে। তাদের অনৈতিক দাবি অন্যান্য পরীক্ষার্থীদেরও বিভ্রান্ত করছে। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর তারা কোন অভিযোগ তুলে নি। যখন চূড়ান্ত উত্তর প্রকাশ হয়েছে তখন তারা অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে। কিন্তু দপ্তর সূত্রের খবর পরীক্ষার পর কিংবা সম্ভাব্য উত্তরপত্র প্রকাশের পরের দিনই যদি অভিযোগ থাকে সেটা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু “ফাইনাল আনসার কী” প্রকাশের পর পরীক্ষার্থীদের কোন রকম দাবি বা মতামত বোর্ড গ্রহণ করবে না। কিন্তু বিষয়টি এতটাই জল ঘোলা হয়ে গেছে যে সত্যিই বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে। কারণ বহু পরীক্ষার্থী বুঝে উঠতে পারছে না টি আর বি টি -র বক্তব্য সঠিক নাকি কয়েকজন পরীক্ষার্থীর তোলা অভিযোগ সঠিক। ইতিমধ্যে বহু জল ঘোলা হয়েছে, কিন্তু জট কাটছে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য