Wednesday, June 7, 2023
বাড়িরাজ্যইদের আনন্দে চুল কাটতে যাওয়ার সময় দুর্ঘটনায় বলি দুই ভাই

ইদের আনন্দে চুল কাটতে যাওয়ার সময় দুর্ঘটনায় বলি দুই ভাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : ইদের আনন্দ পরিণত হল নিরানন্দে। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুটি তরতাজা প্রান। ঘটনা বক্সনগর ওএনজিসি এলাকায়। জানা যায়, শুক্রবার ঈদ উপলক্ষে দুই ভাই রাফি চৌধুরী এবং রিয়াদ চৌধুরী চুল কাটতে সেলুনে যাওয়ার সময় একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিঁড়তে পড়ে দুই ভাই।

 এবং গাড়িটির সামনে জায়গা দুমড়ে মুচড়ে যায়। তাদের সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর যুবক এর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সাথে সাথে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু জিবি হাসপাতালে আনার পর দেড় ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অপর যুবক। তাদের বাড়ি বক্সনগর আশা বাড়ি দুপুরিয়াবান্দা এলাকায়। এলাকায় ঈদের উৎসবের আনন্দ যেন আর নেই। খালি হয়ে গেল মায়ের বুক। দুঃস্বপ্নেও ভাবতে পারেনি ঘটে যাবে এ ধরনের ঘটনা। বাইকের নম্বর টি আর ০৭ – ৭৭৮০। রাফি বয়স মাত্র ১৬ বছর এবং রিয়াদের বয়স ১৭ বছর। ধারণা করা হচ্ছে বাইকটি অস্বাভাবিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। পুলিশ গাড়ি ও বাইকটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য