Wednesday, June 12, 2024
বাড়িরাজ্যশরবত বিলি করলো যুব মোর্চা

শরবত বিলি করলো যুব মোর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : তীব্র দাবদাহে পুড়ছে সর্বত্র। বৃহস্পতিবার এই দাবদাহে হাত থেকে কিছুটা স্বস্তি দিতে বিজেপির প্রদেশ যুব মোর্চার উদ্যোগে পথ ব্যবসায়ী ও চলতি মানুষদের শরবত বিতরণ করা হয়।

 উপস্থিত ছিলেন যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার জানান, অস্বাভাবিক তাপমাত্রার মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগ জারি থাকবে বলে জানান মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য