Saturday, March 15, 2025
বাড়িরাজ্যকেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সাথে সাক্ষাৎ মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সাথে সাক্ষাৎ মন্ত্রী সুশান্ত চৌধুরীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : মঙ্গলবার নয়া দিল্লিতে কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন, উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযুষ গোয়েলের সাথে সৌজন্যতামূলক সাক্ষাৎ করেন রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তারপর দীর্ঘক্ষন রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাথে কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

দাবি করেন খাদ্য জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় নিয়ে। এবং রাজ্যে আগামী দিন রেশনিং ব্যবস্থা আরো কিভাবে মজবুত করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। মূল লক্ষ হলো মানুষ যাতে রেশনিং সামগ্রী সঠিকভাবে পায় সেই বিষয় উত্থাপন করা হয়। বিগত দিনে যেসব ত্রুটির কারণে রাজ্যের মানুষের সমস্যা সৃষ্টি হতো সেসব বিষয়গুলিও অবগত করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তোলা সমস্ত দাবি অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে সমাধান করা হবে। যাতে রাজ্যের মানুষের কোন সমস্যা না হয়। পাশাপাশি কেন্দ্রীয় যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যাতে ত্রিপুরার মানুষ সঠিকভাবে পেতে পারে তার বন্দোবস্ত করবে বলে আশ্বস্ত করেছেন। পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের আশ্বাসের জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য