মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): এনসিপি-র সঙ্গে আছি এবং দলের সঙ্গেই থাকব। যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়ে জানালেন এনসিপি নেতা অজিত পওয়ার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত পওয়ার বলেছেন, “আমাকে নিয়ে ছড়ানো গুজবের কোনও সত্যতা নেই।” দলের প্রতি ক্ষুব্ধ অজিত পওয়ার, সোমবার থেকে মহারাষ্ট্র তথা জাতীয় রাজনীতিতে এই গুঞ্জন চলছে।
কিন্তু, মঙ্গলবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে দিয়ে অজিত পওয়ার বলেছেন, “আমি কোনও বিধায়কের স্বাক্ষর নিইনি। এখন সমস্ত গুজব বন্ধ করতে হবে।” অজিত পওয়ার দৃঢ়তার সঙ্গে বলেছেন, তিনি এনসিপি-তে ছিলেন এবং এনসিপি-তেই থাকবেন।