স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়ে আছে। তাই রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে ত্রিপুরা পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা পিপল পার্টি, সি পি আই এম এল লিবারেশন, গণ মঞ্চ।
এই গণমঞ্চের প্রতিনিধিদের অভিযোগ ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দেড় মাস অতিক্রান্ত হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাস এখনো বন্ধ হয়নি। বহু মানুষ বাড়িঘর, এলাকা ছাড়া। কোথাও কোথাও পুকুরে বিষ ঢেলে দেওয়া হচ্ছে। আবার কোথাও অসহায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও রাবার গাছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বহু ব্যবসায়ী এখনো দোকানপাট খুলতে পারছে না। আবার অনেকেই অটো কিংবা টমটম নিয়ে রাস্তায় বের হতে পারছে না। হাজার হাজার টাকা চাঁদার নামে জরিমানা করা হচ্ছে। তাদের অভিযোগ এই সমস্ত সন্ত্রাস দমনে পুলিশ কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। যার কারণে মঙ্গলবার বিকেলে পাঁচটি দাবীকে সামনে রেখে গণমঞ্চের প্রতিনিধিরা রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে তুলে দিল দাবি সনদ এর একটি প্রতিলিপি। উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপল পার্টির প্রবীন সিং, গণ মঞ্চের সুব্রত ভৌমিক এবং সি পি আই এম এল -এর নেতৃত্ব।