স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : পাইপ লাইনে পানীয় জলের মটর বসানোর বিরুদ্ধে সরব হলো প্রশাসন। মঙ্গলবার তিনটি জলের মটর আটক করেছে অমরপুর মহকুমা প্রশাসন। যেসব বাড়ি ঘরে সরকারি পানীয় জলের পাইপলাইনে বেআইনিভাবে জলের মোটর বসানো হয়েছে তাদের বিরুদ্ধে অভিযানের চালায় অমরপুর নগর পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা।
এদিন পুলিশ প্রশাসনের সহযোগিতায় নগর দপ্তরের আধিকারিকরা অরবিন্দ কলনি সহ বিভিন্ন স্থানে হানা দিয়ে প্রায় তিনটি জলের মোটর আটক করেছে। ডিসিএম ধীরাপদ দেবনাথ জানান এ ধরনের অভিযান প্রতিটা নগর পঞ্চায়েতের ওয়ার্ডে ধারাহিক ভাবে জারি থাকবে। অমরপুর নগর পঞ্চায়েতের লোকসংখ্যা অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করার জন্য শংকর পল্লী স্কুল মাঠে বসানো হয়েছে একটিমাত্র জলের ট্যাঙ্ক। যা থেকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থেকে ওয়ার্ডবাসী বঞ্চিত।