Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যচুরি যাওয়া চারটি বাইক সহ আটক ৩

চুরি যাওয়া চারটি বাইক সহ আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : আমবাসা থেকে চুরি হওয়া চারটি বাইক অমরপুর থেকে উদ্ধার করলো পুলিশ। সেইসাথে তিন বাইক চোরকে গ্রেপ্তার করত সক্ষম হয়েছে বীরগঞ্জ থানার পুলিশ ও আমবাসা থানার পুলিশ। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে আরক্ষা কর্মীরা অমরপুরে এসে বীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সোমবার রাতভর বীরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়।

আরক্ষা কর্মীরা মহকুমার কুড়মা ভিলেজের কাঞ্চন ছাড়ার শিবজয় রিয়াংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বাইক উদ্ধার করে। বাইক চোর শিবজয় রিয়াংকে আটক করে এবং শিবজয়ের বাড়ি থেকেই কুখ্যাত বাইক চোর গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ দেববর্মাকে গ্রেপ্তার করে। উভয় বাইক চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তকারী পুলিশ অফিসাররা মহকুমার গামাকো বাড়ির বিশ্বশক্তি জমাতিয়ার বাড়িতে হানা দিয়ে আরো একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। পরে তিন বাইক চোরের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তিনঘরিয়া ভিলেজের এক বাড়ি থেকে আরও একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। জানা গেছে বাইক চোর প্রসেনজিত দেববর্মা চুরি করা বাইকটি তিনঘরিয়ার এক ব্যক্তির কাছে বিক্রি করেছিল। যদিও পুলিশ এই ব্যক্তিকে আটক করেনি। আমবাসা থানার ওসির নেতৃত্বে পুলিশ কর্মীরা উদ্ধার হওয়া চারটি বাইক সহ ধৃত তিন জনকেই মঙ্গলবার সকালে আমবাসা থানার উদ্দেশ্যে নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য