স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ তুলে দুই যুবককে বেধড়ক মারধর করল বিশালগড় থানাধীন নেহালচন্দ্র নগর এলাকার যুবকরা। শেষ পর্যন্ত সেই মামলা গড়ায় বিশালগড় থানা পর্যন্ত। অভিযোগ, বড়ঢেপা এলাকার ফারুক মিঞা ও রঙ মিঞা নাকি চুরি, পাচার ও নেশা কারবারির সাথে জড়িত।
মঙ্গলবার তাদের রাস্তায় আটক করে মারধর করে এলাকার যুবকরা। পরে বিশালগড় থানার পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহত দুই যুবকের পরিবারের লোকজনেরা জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একজন মামলা দায়ের করা হবে। কারণ তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মারধর করে ৫০ হাজার টাকা চেয়েছে দুর্বৃত্তরা। পরিবারের লোকেরা এদিন দাবি করেন এ ধরনের বেআইনি কার্যকলাপের সাথে তাদের ছেলেরা জড়িত নয়। ৫০ হাজার টাকা তোলা আদায়ের জন্য এ ধরনের ঘটনা সংগঠিত করেছে। বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।