স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : চিন্ময়া মিশনের উদ্যোগে জি-২০ জাতীয় সামিটের অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে কর্মশালার আয়োজন করা হয়। মূলত নীতি, শিক্ষা এবং বাস্তুশাস্ত্র -এই তিনটি বিষয়ের উপর বিশেষজ্ঞরা আলোচনা করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রোফেসার ডাঃ জগদীশ গনচৌধুরী, রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ, প্রোফেসার ডাঃ সত্যদেও পোদ্দার সহ অন্যান্যরা।
এদিনের সেমিনারের আলোচনার বিষয় গুলি থেকে উঠে আশা বিভিন্ন দিক নিয়ে আগামী দিনে সরকার নীতি গ্রহণ করবে। অতিমারির সময় অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে একটি পরিবারে আবদ্ধ করেছিল। এটাই ভারত দীর্ঘ দিন ধরে বলার চেষ্টা করেছে বসুধৈব কুটুম্বকমের মাধ্যমে। ভূউষ্ণায়ন প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তবে এই কর্মশালার মাধ্যমে আগামী দিনে ত্রিপুরার রূপরেখা কি হবে তা নির্ধারিত হবে বলে জানান প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।